প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র 

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ আগস্ট ২৯, ১২:৩১ অপরাহ্ন

ইরান সরকারে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক মন্ত্রিসভা বৈঠকে ওই নারীকে নিয়োগ দেন। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ইরান সরকারের প্রথম নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি। তিনি মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

৫৪ বছর বয়সী মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।


ট্রাম্পের প্রচারশিবিরের তথ্য হ্যাক করেছে ইরানট্রাম্পের প্রচারশিবিরের তথ্য হ্যাক করেছে ইরান

মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন।
     
এদিকে গত সপ্তাহে শিনা আনসারি নামের এক নারীকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework